সিল্কসিটি নিউজ ডেস্ক:

আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ও ২৬ জুন বঙ্গবন্ধুর রক্তবন্ধু, জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কর্মসূচিসমূহ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুন) রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার কুমারপাড়ার দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদবৃন্দের সাথে মতিবিনময় করেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় বক্তারা বলেন, আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ও ২৬ জুন বঙ্গবন্ধুর রক্তবন্ধু, জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কর্মসূচী সমূহে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের জন্য আহ্বান জানাচ্ছি। পদ্মা সেতু নিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অপরাজনীতি করেছে ও দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছে। রাজপথে থেকে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে, তাই আপনাদেরকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য হাবিবুর রহমান বাবু, নজরুল ইসলাম তোতা, আলিমুল হাসান সজল, মজিবুর রহমান, মোখলেশুর রহমান কচি, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর তাঁতী লীগের সদস্য সচিব মোকসেদ-উল-আলম সুমন।

জি/আর