রাবি নরসিংদী জেলা সমিতির সভাপতি তানজিল, সম্পাদক মেহেদী

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নরসিংদীর শিক্ষার্থীদের সংগঠন ‘নরসিংদী জেলা সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক তানজিল ভুইয়াকে সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী হাসান আশিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. জুলফিকার আলী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নাজমুল হাসান, তানভীর নাজির, নাসিমা আক্তার, জহিরুল ইসলাম রাফি, মো. হৃদয় মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোত্তাকিন হাসান, মেহেদী হাসান আশিক, শাকিল মিয়া, পৃতিময়কর প্রান্ত, বিল্লাল হোসেন, মো. এম. এইচ. রাজিব, কোষাধ্যক্ষ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাইদুল ইসলাম আকাশ, প্রচার সম্পাদক সোহাগ সরকার, উপ-প্রচার সম্পাদক জাকের ভূঁইয়া, দপ্তর সম্পাদক ফাহিম শাহরিয়ার, উপ-দপ্তর সম্পাদক মমতা আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক তানিয়া জাহান দীপা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক সূচনা, ক্রীড়া বিষয়ক সম্পাদক খালিদ হাসান সৌরভ, কার্যকরী সদস্য তাহসিন, রাসেল ভূঁইয়া,রাসেল ভূঁইয়া, রহমতুল্লাহ, সুপ্ত ভৌমিক ও ঋতু আক্তার।

সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. জুলফিকার আলী, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ ও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মাহাবুবুল কবির।

এছাড়াও সংগঠনটিতে ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন- মো. আহসান শিকদার (মার্কেটিং ৫ম ব্যাচ), মো. ইসরাফিল হোসেন চৌধুরী (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম), মো. মোশারফ হোসেন (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ১১তম ব্যাচ), রাজিব বণিক (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম১১তম ব্যাচ), মো. নাজমুল ইসলাম (ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ১৭ তম ব্যাচ)

জি/আর