৯ সেপ্টেম্বর: আজকের ধাঁধা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-

১. ‘কোট কাচারিতে বিচার শুনি,

জন্ম আমার বনে।

সবাই আমার পেটে বসে,

কষ্ট পাই না মনে।’

২. ‘কথা যদি বলি আমি,

তোমরা মনে রাখো।

কথার উল্টা পড়লে

তোমরা পাবে থাক।’

৩. ‘কোমর ধরে শুইয়ে দাও কাজ যা করার করে নাও।’

৪. ‘কোন শহরে খুলতে মানা, তোমার কী আছে জানা।

৮ সেপ্টেম্বরের ধাঁধার উত্তর:

১) অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় কে?

উত্তর: মোমবাতি

২) হাত আছে পা আছে মাথা তার কাটা

আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা ।

উত্তর: শার্টি

৩) আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে?

উত্তর: নাম