৯৯৯ নম্বরে ফোন করে বাল্যবিয়ে বন্ধ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

জাতীয় জরুরী সেবা “৯৯৯” এর ফোন পেয়ে নওগাঁর রাণীনগরে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়িয়া হটাৎপাড়া গ্রামে এ বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়। এতে করে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো স্কুল ছাত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বড়গাছা ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার খাসগড় গ্রামের মিঠু মন্ডলের ছেলে রুহুল আমিন (২২) এর সাথে একই ওয়ার্ড বড়িয়া হটাৎপাড়া গ্রামের নবম শ্রেনীর এক স্কুল ছাত্রী (১৫) এর সাথে শুক্রবার বিয়ের অনুষ্ঠানিকতা চলছিলো। এ সময় থানা পুলিশ গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেয়।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার বড়িয়া হটাৎপাড়া গ্রামে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদ জাতীয় জরুরী সেবা “৯৯৯” এর মাধ্যমে জানতে পারে থানা পুলিশ। এরপর থানার এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগীতায় বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়।