৯৯৩ পাসে বার্সেলোনার নতুন রেকর্ড

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে নতুন এক রেকর্ডও গড়ে ফেলল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। জার্মান ক্লাবটির বিপক্ষে ৪-০ গোলের জয়ের পথে বার্সেলোনা খেলল ৯৯৩ পাস, যা ইউরোপিয়ান টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ পাসের রেকর্ড।

যে ফুটবলের জন্য বার্সেলোনা সবার থেকে আলাদা, সেই ‘তিকি-তাকা’ চলতি মৌসুমে দেখা যাচ্ছিল না খুব একটা। অবশ্য জাভি ন্যু ক্যাম্প ছাড়ার পর থেকে পাসিং ফুটবলের সেই ধারটাও অনেকটা কমে গিয়েছিল কাতালানদের। মঙ্গলবার রাতে অবশ্য চেনা সেই বার্সেলোনাই ধরা ছিল ‘তিকি-তাকা’ ফুটবলে। পাসিং ফুটবেলে প্রতিপক্ষ বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের কঠিন পরীক্ষা নেওয়ার পথে চ্যাম্পিয়নস লিগে নতুন এক রেকর্ডও গড়ে ফেলল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। জার্মান ক্লাবটির বিপক্ষে ৪-০ গোলের জয়ের পথে বার্সেলোনা খেলল ৯৯৩ পাস, যা ইউরোপিয়ান টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ পাসের রেকর্ড।

বার্সেলোনার আগের রেকর্ডটি ছিল ৯৭১ পাসের, ২০১০ সালে তারা রেকর্ডটি গড়েছিল রুবিন কাজানের বিপক্ষে। মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে সেটি টপকে গেল লুই এনরিকের দল। ৯৯৩ পাসের মধ্যে ৯০৫টি পৌঁছেছে তাদের খেলোয়াড়দের কাছে। সর্বোচ্চ পাসের সেরা দশের আটটিতেই বার্সেলোনার তিকি-তাকা ফুটবল। নবম ও দশম স্থানে পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখ।

চ্যাম্পিয়নস লিগে পাসিংয়ের নতুন রেকর্ড গড়লেও মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে কিন্তু ছিল না বার্সেলোনার সেরা মিডফিল্ড। আন্দ্রেস ইনিয়েস্তা থাকলেও বাকি দুজন ছিলেন দেনিস সুয়ারেস ও আন্দ্রে গোমেস।

সূত্র: বাংলা ট্রিবিউন