৮০ শতাংশ নাগরিককে দুই ডোজ টিকা দিয়ে বিশ্বে এগিয়ে সিঙ্গাপুর

নাগরিকদের মধ্যে কোভিড ভ্যাকসিন প্রদানে বড় সফলতা দেখিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর। এরইমধ্যে দেশটির ৮০ ভাগ মানুষই পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। ফলে সিঙ্গাপুর এখন নাগরিকদের মধ্যে ভ্যাকসিন প্রদানের শতকরা হারে বিশ্বে সবথেকে এগিয়ে। খবর আল-জাজিরার।

রবিবার এই সফলতা তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দেন সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী অং ইয়েকুং। এতে তিনি লিখেছেন, আমরা নতুন একটি মাইলফলক পাড় হয়েছি। বর্তমানে আমাদের জনগোষ্ঠীর ৮০ ভাগই দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে। অর্থাৎ, মহামারি থেকে বেড়িয়ে আসতে আরো একধাপ এগিয়ে গেলো সিঙ্গাপুর। দেশটি এ বছরের জানুয়ারি মাস থেকেই ভ্যাকসিন দিয়ে যাচ্ছে নাগরিকদের।

মূলত ফাইজার ও মডার্নার ভ্যাকসিন দেয়া হচ্ছে সেখানে। রয়টার্সের ভ্যাকসিন ট্রাকার জানাচ্ছে, সিঙ্গাপুর এখন দুই ডোজ ভ্যাকসিন প্রদানের শতকরা হারে বিশ্বে সবার আগে রয়েছে। দেশটির পেছনে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও চিলি। দেশদুটি জনসংখ্যার ৭০ শতাংশকে দুই ডোজ ভ্যাকসিন দিয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন