৭৪ বছর পর প্রিমিয়ার লিগ খেলতে এসেই আর্সেনালকে হারাল ব্রেন্টফোর্ড

ব্রেন্টফোর্ড ফুটবল দল ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ খেলেছিল ১৯৪৬-৪৭ সালে। এরপর গেল ৭৩ বছরে আর সুযোগ হয়নি তাদের। ৭৪ বছর পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগ সুযোগ করে নিয়েছে দলটি। শুক্রবার রাতে লিগে নিজেদের প্রথম ম্যাচে ব্রেন্টফোর্ড আর্সেনালের মুখোমুখি হয় এবং সে ম্যাচে ২-০ গোলে জয় লাভ করে।

ম্যাচের ২২তম মিনিটেই সার্জি কানোসের গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। লিড নিয়েই বিরতিতে যায় তারা। বিরতির পরও আধিপত্য ধরে রাখে ব্রেন্টফোর্ড। ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নবাগত ক্লাবটি। থ্রো-ইন থেকে এক ড্রপে বল চয়ে যায় গোললাইনের সামনে, সেখানে থাকা ব্রেন্টফোর্ডের ক্রিস্টিয়ান নর্গার্ড আলতো হেডে বল জালে জড়ান।

ম্যাচের বাকি সময়ে বেশ কিছু দুর্দান্ত আক্রমণ করেও আর এই দুটি গোল শোধ দিতে পারেনি আর্সেনাল। ফলে হার নিয়েই মাঠ ছাড়ে গানাররা। অন্যদিকে, ৭৪ বছর পর প্রিমিয়ার লিগ খেলতে এসেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড।

 

সূত্রঃ কালের কণ্ঠ