শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

৭০ কেজি ওজন কমিয়েছেন অভিনেতা

Paris
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ৮:২৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

সিনেমায় চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে অনেক কিছুই করে থাকেন অভিনয়শিল্পীরা। দঙ্গল সিনেমার জন্য প্রায় ২০ কেজি ওজন বাড়িয়ে আবার কমিয়েছিলেন মিস্টার প্যাসনেট আমির খান।

কিন্তু অভিনেতা মুস্তাফা সিনেমার চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে প্রায় ৭০ কেজি ওজন কমিয়েছেন। বলিউড পরিচালক জুটি আব্বাস-মাস্তানকে তো সবাই চেনেন। এর মধ্যে আব্বাস বুরমাওয়ালার ছেলে মুস্তাফা। মেশিন সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় অভিষেক হচ্ছে তার।

এ প্রসঙ্গে মুস্তাফা বলেন, ‘আমার ওজন প্রায় ১২০ কেজি ছিল। কারণ আমি অনেক খেতে পছন্দ করতাম। ৭০ কেজি ওজন কমাতে আমার পাঁচ বছর লেগেছে। আমার বর্তমান ওজন ৫৫ কেজি। প্রথম সপ্তাহের ডায়েটিং আমার কাছে সবচেয়ে কঠিন ছিল। আমি সিদ্ধ খাবার খেতাম। অল্প অল্প করে দিনে ছয় ভাগে খেতাম। আমি শারীরিক কসরত শুরু করেছিলাম এবং ওজন কমানোর জন্য যা দরকার সবই করেছি। আমি দৈনিক ২১ কি.মি. দৌঁড়েছি।’

রোমান্টিক-থ্রিলারধর্মী সিনেমা মেশিন। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার বেশ সাড়া ফেলেছেন। এতে আরো অভিনয় করছেন কিয়ারা আদভানি। চলতি বছর ২৪ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - বিনোদন