৬ মামলায় জেলা সংগ্রামী দলের সভাপতি মধু জামিনে মুক্ত

বাঘা প্রতিনিধি
রাজশাহী জেলা সংগ্রাামী দলের সভাপতি মওদুদ আহমেদ মধু ৫ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) তিনি জামিনে মুক্তি হয়েছেন।

তাকে গত বছরের ২ অক্টোবর রাতে উপজেলার মীরগঞ্জ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ। তার নামে ছিনতাই, গাড়ী ভাংচুর, বিস্ফোরক, আইসিটিসহ ৬টি মামলা ছিল।

এদিকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মওদুদ আহমেদ মধুকে অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয়তাবাদী সংগ্রামী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অর্পনা রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হানিফ, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, জেলা যুবদলের সাবেক আহবাহক আনোয়ার হোসেন উজ্জল, সংগ্রামী দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম স্বপনসহ জেলা যুবদল, ছাত্রদল, জেলা সংগ্রামী দলের বিভিন্ন উপজেলা ও পৌর সংগ্রামী দলের নেতাকর্মী।

স/অ