৬ কোটি ইউনিট আইফোন ১০ বিক্রি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টেক জায়ান্ট অ্যাপল ৬ কোটি ইউনিট আইফোন ১০ বিক্রি করেছে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

৬ কোটি ইউনিট বিক্রি করতে অ্যাপলের সময় লেগেছে ১০ মাস। যা থেকে আয় হয়েছে ৬২ বিলিয়ন মার্কিন ডলার। ঠিক সমপরিমাণ ইউনিট আইফোন ৬ বিক্রি করতে প্রতিষ্ঠানটির সময় লেগেছিল মাত্র ৬ মাস। তবে আয় কম হয়েছিল। সর্বশেষ দশ মাসে শুধু আইফোন ১০ দিয়ে অ্যাপল যা মুনাফা অর্জন করেছে তা হুয়াওয়ে, অপ্পো, ভিভো ও শাওমির মোবাইল খাতের মুনাফার চেয়ে বেশি।

কাউন্টার পয়েন্টের তথ্য মতে, সবচেয়ে বেশি আইফোন ১০ বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীনে। ভারতে আইফোন ১০ বিক্রি হয়েছে মাত্র ১ শতাংশ।

আইফোন ১০ এর সফলতার  ধারাবাহিকতায় বুধবার নতুন আইফোন উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। এখন দেখার বিষয়, নতুন আইফোনগুলো গত বছরের ফ্ল্যাগশিপ ফোন  আইফোন ১০ এর মতো জনপ্রিয়তা পায় কিনা।  এছাড়া, ম্যাকবুক প্রো, অ্যাপল ওয়াচ, এয়ারপডস, স্মার্ট স্পিকারসহ নানা পণ্যের ঘোষণা দেবে অ্যাপল। অ্যাপল কী কী পণ্য উন্মোচন করতে পারে তা বিস্তারিত জানা যাবে এই লিংকে

জিএসএমএরিনা অবলম্বনে