৫ জানুয়ারির কলঙ্ক মুছতে পারবে না আ. লীগ : মওদুদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৫ জানুয়ারি আওয়ামী লীগের ‘গণতন্ত্র বিজয় দিবস’ পালন হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, ইতিহাস থেকে আওয়ামী লীগ কখনই ওই নির্বাচনের কলঙ্ক মুছতে পারবে না।

 

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘৫ জানুয়ারির নির্বাচন : ইতিহাসের কলঙ্ক’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে মওদুদ আহমদ এ কথা বলেন।

 

এ সময় ব্যারিস্টার মওদুদ বলেন, গণতন্ত্রকে ধ্বংস করে ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচন করেছিল আওয়ামী লীগ। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ওই দিনই তারা গণতন্ত্রকে হত্যা করেছে।

 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, ‘আমরা যত কথাই বলি না কেন, আমরা জানি বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান এখন নষ্ট হয়ে গেছে, লণ্ডভণ্ড করে দিয়েছে এই সরকার।’ তিনি বলেন, ‘অনেক দিন হলো আমরা ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছি। কিন্তু এখনো অনুমতি দেওয়া হচ্ছে না।’

 

এ সময় বিএনপিকে কেন ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি দেওয়া হচ্ছে না সরকারের কাছে তার ব্যাখ্যাও চান ব্যারিস্টার মওদুদ।

সূত্র: এনটিভি