৫৯ বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপন উদ্ধোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপন কর্মসূচি’র উদ্ধোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা, বিলভাতিয়া, কামালপুর, সীমান্ত ফাঁড়ির পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও বিওপি চত্বরে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্ধোধন করেন প্রধান অতিথি ৫৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. হাসান মোরশেদ।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, শিয়ালমারা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মাইনুল ইসলাম, বিলভাতিয়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. নজরুল ইসলাম, কামালপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার ওয়াহেদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১ হাজার বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত ও ৩০টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।

স/আর