৫৫ বছরের নিচে কানাডায় অ্যাস্ট্রাজেনেকার টিকা নয়

কানাডার ন্যাশনাল অ্যাডভাইসরি কমিটি অন ইম্যুনাইজেশন (এনএসিআই) জানিয়েছে, নতুন সুপারিশ অনুযায়ী ৫৫ বছরের নিচের কোনো ব্যক্তিকে অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া বন্ধ রাখা হয়েছে। খবর-সিটিভি নিউজের।

সোমবার এনএসিআই দেশটির প্রশাসনকে এ সুপারিশ করে। বিষয়টি পরবর্তী তদন্ত না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্তের কথা বলা হয়েছে।  ইউরোপের বেশ কিছু দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে রক্ত জমাট বাঁধা, রক্তপাত এবং কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুর বিরল ঘটনার পর এই পদক্ষেপ নিল দেশটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ করে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

কানাডার ডেপুটি চিফ পাবলিক হেলথ অফিসার হাওয়ার্ড এনজু এদিন এক সংবাদ সম্মেলনে বলেন, ৫৫ বছরের কম বয়সীদের মধ্যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ব্যবহার আপাতত স্থগিত করা হয়েছে। এর ঝুঁকি নিয়ে আরো গবেষণা করা হবে।