৫১ বছর বয়সেও মন চায় দেশের জার্সিতে খেলি : সুজন

খেলোয়াড়ি জীবনে বাংলাদেশের ক্রিকেটকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে অন্যতম অবদান খালেদ মাহমুদ সুজনের। খেলা ছাড়ার পর বিসিবিতে বহু পদে তিনি কাজ করেছেন। হয়ে উঠেছেন ক্রিকেটারদের সবচেয়ে প্রিয়পাত্র। বর্তমানে খালেদ মাহমুদের বয়স ৫১ বছর।

এই বয়সেও তার দেশের হয়ে খেলতে ইচ্ছে করে। সাকিব প্রসঙ্গে তিনি এমন কথাই বলেছেন।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নানা টালবাহানা করছেন সাকিব। আইপিএলে দল পেতেই তিনি দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে চাননি। দল না পাওয়ায় পরে তিনি নাকি বিসিবি সভাপতির কথায় দুই ফরম্যাটেই খেলতে রাজি হয়েছিলেন। কিন্তু গত পরশু বিজ্ঞাপনের কাজে দুবাই যাওয়ার আগে সাকিব ফের সাংবাদিকদের বলে যান, কোনো ফরম্যাটেই তিনি দক্ষিণ আফ্রিকা সফরে খেলবেন না। কারণ তিনি এখন মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন।

আজ মঙ্গলবার সাকিব প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুজন বলেন, ‘সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, ওরা চারজন তো বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন ধরেই আজকে এত বড় ক্রিকেটার হয়েছে। ওদের পেছনে বাংলাদেশ ক্রিকেটের অনেক বিনিয়োগ। বাংলাদেশ দলের যখন প্রয়োজন তখন তো তাদের পাওয়ার কথা। এটা তো কারো ব্যক্তিগত দল না। পাপন ভাইয়ের দল না। এটা বাংলাদেশ দল। বাংলাদেশ দলের হয়ে খেলার মতো আনন্দ তো আর কিছুতে থাকার কথা না। ‘

নিজের প্রসঙ্গ টেনে সুজন বলেন, ‘আমিই এখনো খেলতে চাই। আমার বয়স ৫১, এখনো মন চায় বাংলাদেশের জার্সি পরে খেলি। জুনিয়র একটা ছেলেকে জোর করতে পারেন। ৩৭-৩৮ বছরের একজন খেলোয়াড়কে জোর করতে পারবেন? একটা সময় খেলা ছিল আনন্দ। এখন তো খেলা শুধু আনন্দ না, এটা পেশা। আমরা বাবা-মায়ের টাকা চুরি করে খেলতাম। এখন তো উপভোগ করা উচিত। গত দুই টি-টোয়েন্টিতে দেখুন স্টেডিয়াম ভরা দর্শক। এর চেয়ে আনন্দের আর কিছু আছে? আপনার যশ-খ্যাতি সব আছে। উপভোগ না করার তো কোনো কারণ নেই। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ