পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাড়ম্যাড়ে ড্র

মরা উইকেটে বোলারদের জন্য বিন্দুমাত্র সাহায্য ছিল না। এমন উইকেট মানেই ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। স্বাভাবিকভাবেই সবাই ঝুড়ি ঝুড়ি রান সংগ্রহ করেন। দুই দলের কোনো ব্যাটসম্যানকেই বলতে গেলে খালি হাতে ফিরতে হয়নি।

মাঝে নুমান আলী চেনা পিচে ৬ উইকেট নিয়ে প্রশংসা কুড়িয়েছেন।  তবে আসলে ম্যাচের পাঁচ দিন ছড়ি ঘুরিয়েছেন ব্যাটসম্যানরাই।

পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার রান উৎসবের ম্যাচটি তাই অনুমিতভাবেই ড্র হয়েছে। পাকিস্তানের হয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন ইমাম উল হক। এ ছাড়া প্রথম ইনিংসে আজহার আলী এবং দ্বিতীয় ইনিংসে আব্দুল্লাহ সেঞ্চুরি হাঁকিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করেন উসমান খাজা, ল্যাবুশান, স্টিভ স্মিথরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৪৭৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ইমাম ১৫৭ ও আজহার ১৮৫ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪৫৯ রানে অল আউট হয়। খাজা ৯৭, ওয়ার্নার ৬৮, ল্যাবুশান ৯০, স্মিথ ৭৮ ও গ্রিন ৪৮ রান করেন। ১০৭ রানে ৬ উইকেট নেন নুমান আলী। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান বিনা উইকেটে ২৫২ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। ম্যাচসেরা ইমাম ১১১ ও শফিক ১৩৬ রানে অপরাজিত থাকেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ