৫ম বারের মত সফলতার শীর্ষে পুখুরিয়া মহিলা কলেজ

ভ্রাম্যমান প্রতিনিধি:
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৫ বারের মত সফলতার শীর্ষে নন এমপিও ভুক্ত উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া মহিলা কলেজ।

 

২০০২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর সুনামের সাথে ভাল ফলাফল অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৬ এইচএসসি পরীক্ষায় বিজ্ঞানে শতভাগ ও মানবিকে ভাল অর্জন করতে সক্ষম হয়ছে।

কলেজের পাসের হার ৯৬.৪৭% ফলাফল লাভ করে উপজেলার ১৮টি এমপিও ভুক্ত এবং ১টি নন এমপিও মোট ১৯টি কলেজের  মধ্যে শীর্ষ স্থান লাভ করেছে নন এমপিও পুখুরিয়া মহিলা কলেজ।
কলেজের ভালো লেখাপড়া, পরীক্ষার ফলাফল সন্তোষজনক, অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনায় শিবগঞ্জবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
যদিও প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৪টি বছর অতিবাহীত করলেও সরকারী কোষাগার থেকে কোনো প্রকার বেতন-ভাতা পান না এখানকার শিক্ষকগণ।
ভালো পাঠদান, দেশ ও জাতিকে নারী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য মহৎ পেশাকে বেছে নিয়ে অভুক্ত অবস্থায় মানবেতর জীবন যাপন করলেও পাঠদানে সামান্যতম পিছপা হয়নি নন এমপিও এখানকার শিক্ষকেরা।
এদিকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকায় আনন্দের জোয়ারে ভাসছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান পুখুরিয়া মহিলা কলেজ।
স/শ