৪২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৪২ লিটার চোলাই মদসহ রওশন আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রওশন উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর গোলাম রসুলের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরর পর শনিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লায় রওশন আলী নামের এক যুবক নিজ বাড়িতে দেশীয় তৈরী চোলাই মদ রেখে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রওশন দৌঁড়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসত বাড়ি তল্লাশী করে প্লাষ্টিকের বোতল ও পাতিলে রাখা ৪২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরর পর শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস/এ