এমপি আয়েনের মিলন মেলায় খাবার পাইনি অনেকেই

নিজস্ব প্রতিবেদক:

৪০ গরু মহিষ আর ছাগলের মাংসে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন করলেন মিলন মেলা। তাঁর নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গতকাল শনিবার পবার হরিপুর কশবা চর মাঠে এ মিলন মেলার আয়োজন করা হয়। মিলন মেলায় প্রায় অর্ধ লক্ষাধীক নেতাকর্মী মধ্যান্যভোজে অংশ নেন। তবে অনেকেই খাবার না পেয়েই বাড়ি ফিরেন ক্ষোভ নিয়ে।

জানা গেছে, মিলন মেলা উপলক্ষে গতকাল সকাল থেকেই পবা-মোহনপুরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পবার কশবা চর মাঠে জড়ো থাকেন। দুপুর ১২টার আগেই চর মাঠ লোকে লোকারণ্য হয়ে পড়ে। আর ভোর থেকেই চলতে থাকে রান্নার কাজ।

এমপি আয়েন উদ্দিনের সভাপতিত্বে এ মিলন মেলায় পবা ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগে হাজার হাজার নেতাকর্মী এসে যোগ দিতে থাকেন। এর বাইরেও রাজশাহী-৬ আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-১ আসনের এমপি ওমর ফরুক চৌধুরি, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, রাজশাহী পুলিশ সুপার শহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়িকা অপু বিশ্বাস, নাট্যকার আজিজুল হাকিম, আহসানুল হক মিনু, হুমায়রা হিমু, মীর সাব্বির, তুষার
খান, দিলারা ইয়াসমিন।

এদিকে মিলন মেলায় অনেকে নেতাকর্মীই দুপুরের খাবার না পেয়ে শেষে ক্ষোভ নিয়ে বাড়ি ফিরেন। এসময় পবার হুজরিপাড়া এলাকার আওয়ামী লীগকর্মী আলমগীর হোসেন ক্ষষোভ প্রকাশ করে বলেন, ‘এতো লোকের আয়োজন করার
মতো পরিবেশ তৈরী না করেই এমন আয়োজন করা হয়েছে। এ কারণে অনেকেই
খাবার পাইনি। আমিও খাবার না পেয়ে বাড়ি চলে যাচ্ছি।’

সিল্কসিটিকে তুহিন নামের এক ছাত্রলীগ কর্মী বলেন, আমিও খাবার পাইনি। এভাবে গণহারে দাওয়াত দিয়ে লোক খাওয়ানোর আয়োজন করা ঠিক হয়নি। কারণ ব্যবস্থাপনা ঠিক ছিলো না।

এমপি আয়েন উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের জনসমর্থন কেমন, সেটি বুঝার জন্যই এ মিলন মেলার আয়োজন করেছিলাম। আমার আশা ছিল হয়তো ৫০-৬০ মানুষ অংশ নিবেন। কিন্তু এতে অংশ নিয়েছেন প্রায় ৯০ হাজার মানুষ। এ কারণে কিছু লোক খাবার পাইনি। তবে অনুষ্ঠানে এতো লোকের সমাগম আমাকে আপ্লুত করেছে।’

স/আর