৩ বছরেও ফেরানো যায়নি মঈনুদ্দীন-আশরাফকে, দণ্ড কার্যকর অনিশ্চিত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাত্তরে স্বাধীনতার ঠিক আগে বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে দেশ মেধাশূন্য করার নীলনকশা বাস্তবয়নকারী চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় হলেও,বিদেশে অবস্থান করায় তাদের দণ্ড কার্যকর করা সম্ভব হয়নি। শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা বলছেন, দুই সাজাপ্রাপ্তকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে শক্ত উদ্যোগ নেওয়া যেমন জরুরি, তেমনই আবারও একটি আন্দোলন গড়ে তোলার কথাও উল্লেখ করেছেন তারা।

আর প্রসিকিউশন ও তদন্ত সংস্থা বলছে, তাদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা আরও সক্রিয় হওয়া জরুরি এবং পলাতক আসামিদের জন্য গড়ে তোলা সেল-এর মাধ্যমে তাদের ফিরিয়ে আনার কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়ার জন্য দরকার উদ্যোগ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া তদন্ত সংস্থার প্রতিবেদন অনুসারে পলাতক আশরাফুজ্জামান বর্তমানে যুক্তরাষ্ট্রে, আর মঈনুদ্দীন যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই দুই আসামির অপরাধ ও সর্বোচ্চ সাজা হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানার পরও তাদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়নি। তেমনি,বিভিন্ন দেশে পলাতক যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সেল গঠনের পরও কাউকেই ফেরানো সম্ভব হয়নি। এজন্য কূটনৈতিক তৎপরতার ঢিলেমিকে দুষছেন কেউ কেউ।

আর এর সুযোগ নিয়ে আশরাফুজ্জামান খান গণমাধ্যমের মুখোমুখি না হলেও মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালীন সময়ে, কাতারভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি টেলিভিশন স্টেশন আল-জাজিরাকে এক সাক্ষাৎকারে চৌধুরী মঈনুদ্দীন বলেছিলেন, ‘তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হবেন না।’ এর কারণ হিসেবে তিনি বলেছেন, ‘বাংলাদেশের ট্রাইব্যুনাল একটি কৌতুক। তারা একটি সাজানো বিচার করছে।’

বিজয়ের ঠিক আগে ১৯৭১ সালের ১১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ‘দায়িত্বপ্রাপ্ত’ আলবদর বাহিনীর ‘চিফ এক্সিকিউটর’ ছিলেন আশরাফুজ্জামান খান। আর চৌধুরী মুঈনুদ্দীন ছিলেন সেই পরিকল্পনার ‘অপারেশন ইনচার্জ’। রায়ে বলা হয়, ‘আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীন যে মুক্তিযুদ্ধের সময় ১৮ জন বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিলেন, তা প্রসিকিউশনের তথ্য-প্রমাণে বেরিয়ে এসেছে।তারা কখনও নিজেরা হত্যায় অংশ নিয়েছে। কখনও জোরালো সমর্থন দিয়েছে ও উৎসাহ যুগিয়েছে।’ সে সময় আলবদর বাহিনীর ওপর ইসলামী ছাত্র সংঘের এই দুই নেতার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল বলে রায়ে উল্লেখ করা হয়।

এই দুর্ধর্ষ দুই আসামিকে ফিরিয়ে আনতে নতুন করে আন্দোলন গড়ে তোলা দরকার উল্লেখ করে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সন্তান তৌহিদ রেজা নূর বলেন, ‘আমরা তাদের ঔদ্ধত্য দেখে আসছি। মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া আসামিদের কেন ফিরিয়ে আনা যাবে না, এনিয়ে দেশে বিদেশে মুক্তিযুদ্ধমনা যারা আছেন, সবার সম্মিলিত একটি আন্দোলনের ডাক আসা জরুরি।’

শহীদ ডা. ফজলে রাব্বীর মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী নূসরাত রাব্বী বলেন, ‘আমি এতদূর থেকে গিয়েছি বিচারে সাক্ষ্য দেবো বলে। যে দুই লোক দেশকে বুদ্ধিজীবীশূন্য করে দিতে চেয়েছিল, তাদের দণ্ডাদেশ কার্যকর হবে না, এটা খুবই হতাশাজনক।’ তিনি আরও বলেন, ‘এই বিচার কার্যকর করতে দুইদেশের সরকারের মধ্যে একটি কমন-আণ্ডারস্ট্যান্ডিং দরকার। এজন্য বাংলাদেশ সরকারকে উদ্যোগী করে তুলতে আমাদের পক্ষ থেকে ধারাবাহিক চাপ সৃষ্টির একটা আন্দোলন গড়ে তোলা জরুরি।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজ বলেন, ‘পলাতক দণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সেল গঠন করেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় এই সেলের সদস্য।’ তিনি আরও বলেন, ‘এটা বলাবাহুল্য এই অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতার বিকল্প নেই।’

এই মামলার প্রসিকিউটর শাহেদুর রহমান বলেন, ‘এই মামলাটি পরিচালনা সবচেয়ে কঠিন ছিল। আমাদের কাছে দালিলিক তথ্যপ্রমাণ ছিল, কিন্তু সেগুলো গুছিয়ে এনে উপস্থাপন করা সহজ ছিল না।আমরা সাজা নিশ্চিত করতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিদের ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কী উদ্যোগ নেবে সেটি তাদের বিষয়। কিন্তু এরজন্য লেগে থাকার বিকল্প নেই।’

অবশেষে ট্রাইব্যুনালের নির্দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতকদের ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদারকি সেল গঠন করে। এই সেলের অন্যতম সদস্য তদন্ত সংস্থার সিনিয়র তদন্ত কর্মকর্তা সানাউল হক বলেন, ‘এই সেল থেকে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এখনও পরিস্থিতি যা, তাতে খুব বেশি আশাবাদী হওয়া যাচ্ছে না।’

সূত্র: বাংলা ট্রিবিউন