৩৭তম বিসিএস: লিখিত পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে লিখিত পরীক্ষা।

 

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পিএসসি। পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

 

বিস্তারিত সময়সূচি শিগগিরই জানানো হবে বলে জানানো হয়েছে।

 

গত ১ নভেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। আট হাজার ৫২৩ জন ওই পরীক্ষায় উত্তীর্ণ হন। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নেন।

 

গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সূত্র: এনটিভি