৩৬.৫ মিলিয়নের গাড়ির নম্বর প্লেট নিলাম, সর্বোচ্চ দর পেল কিউ২২

শনিবার দুবাইতে একটি গাড়ির নম্বর প্লেট নিলামে ৩৬.৫ মিলিয়ন দিরহামের বেশি সংগ্রহ করা হয়েছে। আর এই সর্বোচ্চ মূল্য ৫ মিলিয়ন দিরহাম দেওয়া হয়েছে প্লেট নম্বর কিউ ২২-এর জন্য। হিলটন দুবাই আল হাবতুর সিটিতে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) দ্বারা স্বতন্ত্র যানবাহনের নম্বর প্লেটের জন্য ১০৮তম উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়।

ইতিমধ্যে জেড৩১ গেছে ২.৮২০ মিলিয়ন দিরহামে, ভি১০০০০ নিলাম হয়েছে ৯ লাখ ২০ হাজার দিরহামে, ডাব্লিউ৫০০ এবং ০৬৬৬৬৬ উভয়ই গেছে আট লাখ ৪০ হাজার দিরহামে।

কে-এল-এম-এন-ও-পি-কিউ-আর-এস-টি-ইউ-ভি-ডাব্লিউ-এক্স-জেড বিভাগগুলোর দুই, তিন, চার এবং পাঁচ-সংখ্যার নিলামে আরটিএ ১০০টি ‘অভিনব প্লেট’ অফার করেছে। নম্বর প্লেটের বিশেষ সংখ্যা গাড়ির মালিকদের জীবনে গুরুত্বপূর্ণ উপলক্ষ, প্রতীক, ঘটনা এবং মাইলফলক উপস্থাপন করে।

 

সূত্রঃ কালের কণ্ঠ