৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৯০

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৯৯০ জন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১২ মার্চ থেকে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সরকারি কর্মকমিশন (পিএসসি) ফল প্রকাশ করেছে। পিএসসির ওয়েবসাইটে (http:bpsc.gov.bd/) লিখিত পরীক্ষার ফল পাওয়া যাবে।
এছাড়া এসএমএস এর মাধ্যমেও ফল জানা যাবে। সেজন্য টেলিটক থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৬ লিখে আবার স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এসএমএস করে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গত বছরের ৮ জানুয়ারি দুই লাখ ১১ হাজার ৩২৬ জন প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়া ১৩ হাজার ৮৩০ জন প্রার্থী অংশ নেন লিখিত পরীক্ষায়।

সূত্র: বাংলা ট্রিবিউন