শনিবার , ২৯ মে ২০২১ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

৩১ কোটি টাকা খরচ করে সানির প্রতিবেশী হলেন অভিতাভ

Paris
মে ২৯, ২০২১ ৩:০০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মডেল ও অভিনেত্রী সানি লিওনের প্রতিবেশী হলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। এজন্য বাংলাদেশি মুদ্রায় তাকে গুণতে হয়েছে ৩১ কোটি টাকা!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ৩১ কোটি টাকা খরচ করে মুম্বাইয়ের আন্ধেরিতে নতুন বাড়ি কিনেছেন অমিতাভ বচ্চন। ৩৪ তলা ওই ভবনের ২৭ ও ২৮ তলাই এখন তার নতুন ঠিকানা। ওই একই আবাসনে ফ্ল্যাট কিনেছেন সানি। ফলে তারা হয়ে গেলেন প্রতিবেশী।

জানা গেছে, প্রতি বর্গফুট ৬০ হাজার টাকা করে এই বাড়ি কিনতে অভিনেতাকে শুল্কই দিতে হয়েছে প্রায় ৬২ লাখ টাকা। গত বছর ডিসেম্বরেই চূড়ান্ত করেন চুক্তি। তারপর চলতি বছরের এপ্রিলে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে রিয়েল এস্টেট মার্কেটকে তুলে ধরার জন্য কিছুদিন আগেই স্ট্যাম্প ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করে দেওয়া হয়েছে। সরকারের দেওয়া সেই সুবিধা নিয়েই এই মহামারীর সময় অনেক তারকা, ব্যবসায়ী ও উদ্যোক্তরা নতুন সম্পত্তি কিনেছেন।

এদিকে করোনাকালে অমিতাভ বচ্চনের বিলাসবহুল বাড়ি কেনা ভালো চোখে দেখছেন না সমালোচকরা। যদিও এ ব্যাপারে বচ্চন পরিবারের পক্ষ থেকে কোন তথ্য জানানো হয়নি।

সর্বশেষ - বিনোদন