৩০ সেকেন্ডের বিজ্ঞাপন বন্ধ করছে ইউটিউব

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আগামী বছর থেকে বন্ধ করার সুবিধা না থাকা ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন দেখাবে না জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব।

গুগল তার ভিডিও সেবার বিজ্ঞাপনে পরিবর্তন আনছে। ছোট বিজ্ঞাপনের পরিবর্তে অধিকতর এনগেজিং ফরম্যাটের বিজ্ঞাপন দেখানোর চেষ্টা চালাচ্ছে ইউটিউব। এরই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

 

গুগলের একটি ক্যাম্পেইনে জানানো হয়েছে, আমরা ব্যবহারকারীদের অনলাইনে ভালোমানের বিজ্ঞাপনের অভিজ্ঞতা দিতে কাজ করছি। এরই অংশ হিসেবে, আমরা আগামী বছর থেকে ৩০ সেকেন্ডের আনস্কিপেবল বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দিচ্ছি। এর পরিবর্তে ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতাদের উপযোগি ফরম্যাটের বিজ্ঞাপনে জোর দেওয়া হচ্ছে।

যদিও পুরোপুরিভাবে আনস্কিপেবল বিজ্ঞাপন বন্ধ হচ্ছে না। গত এপ্রিলে ‘বাম্পার’ বিজ্ঞাপন নামে ছয় সেকেন্ডের আনস্কিপেবল বিজ্ঞাপন চালু করে ইউটিউব। এছাড়া ১৫ ও ২০ সেকেন্ডের বিজ্ঞাপন বন্ধ করা হবে কিনা সে ঘোষনাও দেয়নি কোম্পানিটি।

তবে ২০১৮ সালের ঠিক কোন সময়ে ৩০ সেকেন্ডের এই বিজ্ঞাপন বন্ধ হবে তা জানায়নি ইউটিউব।

সূত্র : টেকশহর