রবিবার , ৮ জুলাই ২০১৮ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

২৮ বছর পর ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

Paris
জুলাই ৮, ২০১৮ ৬:৫৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টি-টোয়েন্টি ক্রিকেটে আধিপত্যটা ধরে রাখল পাকিস্তান। জিম্বাবুয়েতে তিনজাতি টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৬ উকেটে হারিয়েছে সরফরাজ বাহিনী। অজিদের দেয়া ১৮৪ রানের টার্গেট অনায়াসে অতিক্রম করেছে এ ফরম্যাটের নাম্বার ওয়ানরা।

রোববার হারারেতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। অজিদের এ বিশাল সংগ্রহের নেপথ্য কারিগর ডি আর্ক শর্ট। ৫৩ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন জোগান অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। তার ব্যাট থেকে আসে ঝড়ো ২৭ বলে ৪৭ রান।

তবে ফখর জামান ও শোয়েব মালিকের অনবদ্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার এ সংগ্রহকেও মামুলি বানিয়ে ফেলে পাকিস্তান। ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে তারা। ৪৬ বলে ৯১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ফখর। আর মহামূল্যবান ৪৩ রান করেন মালিক।

এ জয়ে একাধিক ইতিহাস গড়ল পাকিস্তান। দীর্ঘ ২৮ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাল দলটি। এছাড়া টি-টোয়েন্টি ইতিহাসে কোনো দলের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডও এটি।

সর্বশেষ - খেলা