২৭ আগস্ট শ্রীলংকায় এশিয়া কাপ শুরু

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তানের অংশগ্রহণে আগামী ২৭ আগস্ট এশিয়া কাপ শুরু হবে। এশিয়ার সবচেয়ে বড় এই টুর্নামেন্টের এবারের আয়োজক থাকছে শ্রীলংকা।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিস্বরূপ এশিয়া কাপেও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে জানানো হয়, আগামী ২৭ আগস্ট থেকে শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই এশিয়া কাপ। টুর্নামেন্টে সরাসরি  অংশ নেবে এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ স্বাগতিক শ্রীলংকা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান।

আর বাছাই পর্বের বাধা টপকে মূল পর্বে অংশ নেবে আরও একটি দল।  ২০ আগস্ট শুরু হওয়া বাছাই পর্বে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকং।

সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম