বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭ | ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

২৬ মার্চ বঙ্গভবনের আশপাশে যান চলাচল বন্ধ থাকবে

Paris
মার্চ ২৩, ২০১৭ ১১:০৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ দুপুর ১২টা থেকে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। ওই দিন এ সময় বঙ্গভবনের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়।

 

প্রধানমন্ত্রী, মন্ত্রী, সামরিক, আধা-সামরিক, দেশি-বিদেশি কূটনৈতিক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিরা ওই দিন দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাঁদের বঙ্গভবনে নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত গাড়িচালক ও ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়।

 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার তাঁর ওপর অর্পিত ক্ষমতাবলে এ আহ্বান জানান। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার একথা বলা হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস-রাজউক ক্রসিং পর্যন্ত সব বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহন প্রবেশ করতে পারবে।

 

এ ছাড়া আহাদ বক্স থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।

 

আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

 

পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক অভিমুখী কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।

 

দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী ও ২৪ তলা থেকে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।

 

শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়