বেঞ্জেমার গোলে শীর্ষ স্থান মজবুত করল রিয়াল

শনিবার রাতে লা লিগায় রায়ো ভায়োকানোর মাঠে স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে শীর্ষ স্থান আরো মজবুত করল কার্লো আনচেলত্তির দল। দলের জয়সূচক গোলটি করেছেন করিম বেঞ্জেমা। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট রিয়াল মাদ্রিদের।

২৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে বারোতম স্থানে রায়ো ভায়াকানো। রিয়াল মাদ্রিদ থেকে এক ম্যাচ কম খেলা সেভিয়া ৫১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ২৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বার্সেলোনা।

৪-৩-৩ ফর্মেশনে একাদশ সাজিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে রিয়াল মাদ্রিদ। বেশ কয়েকবার সুযোগ বানালেও ফরোয়ার্ডদের নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি। এদিকে ৪-২-৩-১ ফর্মেশনে ঘরের মাঠে আক্রমণের চেয়ে রক্ষণেই বেশি নজর দেয় রায়ো ভায়াকানো। তবে সুযোগ বানিয়েছিল স্বাগতিকরাও, থিবো কোর্তুয়া বাধা পার হতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলের খুঁজে থাকা রিয়াল মাদ্রিদকে রক্ষা করেন করিম বেঞ্জেমা। এই ফরাসি ফরোয়ার্ডের গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

ম্যাচে ৬৬ ভাগ বল রিয়াল মাদ্রিদের পায়ে ছিল। প্রতিপক্ষের পোস্টে ১৩ শটের ছয়টি ছিল লক্ষ্যে। ৩৪ ভাগ বল দখলের পাশাপাশি রিয়াল মাদ্রিদের পোস্টে ১৯ শট নিয়েও গোলের দেখা পায়নি স্বাগতিক ভায়াকানো, যার লক্ষ্যে ছিল মোটে পাঁচটি।

নবম মিনিটে বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুসের নেওয়া বাঁকানো শট অল্পের জন্য জাল খুঁজে পায়নি। পরের মিনিটেই আক্রমণে যায় রায়ো ভায়াকানো, বেবের নেওয়া শট কাছের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। দারুণ সুযোগ পেয়েছিলেন আসেনসিও। তবে ভায়াকানো গোলরক্ষক লুকা জিদানকে একা পেয়েও গোলে পরিণত করতে পারেনি এই স্প্যানিশ উইঙ্গার। বল মাঠে লুকার সোজাসুজি। ২৪ মিনিটে আবারো মার্কো আসেনসিওর প্রচেষ্টা দূরের পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। ৩৯ মিনিটে কাসেমিরো বল জালে জড়ান। কিন্তু রায়ো ভায়াকানোর ফুটবলাররা অফসাইড দাবি করায় ভিএআরের সাহায্য নেন রেফারি। ভিএআর চেকে অফসাইডের বাঁশি বাজান রেফারি, ফলে হয়নি গোল।

৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদকে রক্ষা করেন থিবো কোর্তুয়া। কর্নার থেকে আসা বলে মারিও সুয়ারেস হেড করলে লাফিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন এই বেলজিয়ান গোলরক্ষক। অবশেষে ৮৩ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। লস ব্লাংকোসদের ত্রাতা হয়ে আসেন করিম বেঞ্জেমা। ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বলে বক্সের ভেতর থেকে বাম পায়ের শটে বল জালে জড়ান বেঞ্জেমা। চলতি লিগে এটি তার ১৯তম গোল। বাকি সময়ে আর রিয়াল মাদ্রিদের রক্ষণ ভাঙতে পারেনি ভায়াকানো।

 

সূত্রঃ কালের কণ্ঠ