২৪ ঘন্টা ধরে বিদ্যুতহীন রাজশাহী নগরীর অনেক এলাকা

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে প্রায় ২৪ ঘন্টা ধরে বিদ্যুতহীন রাজশাহী নগরীর অনেক এলাকা। একই অবস্থা জেলার উপজেলাগুলোতেও।

উপজেলাগুলোর কোনো এলাকায় আরো বেহাল অবস্থা বিরাজ করছে বিদ্যুতের। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলাগুলোতে গতকাল বুধবার দুপুর থেকেই কিছু কিছু জায়গায় বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। নগরীতে বিদ্যুতের বেহালদশায় পরিণত হয় গতকাল রাত ৯ টার পর থেকে।

নগরীর তেরখাদিয়া, বহরমপুর মহিষবাথান, ছোটবনগ্রাম খড়খড়ি সহ বিভিন্ন এলাকায় গতকাল রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় ছিল। মাঝে সকালের দিকে তেরোখাদিয়ায় ঘন্টা দেড়েক বিদ্যুৎ থাকলেও পরে আর সারাদিন দেখা পাওয়া যায়নি। ফলে প্রায় ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে নগরীর তেরখাদিয়া, বিলশিমলা, বনগ্রাম, বহরমপুরসহ বিভিন্ন এলাকা।

এদিকে দিনভর মেঘলা আকাশ থাকলেও সন্ধ্যা থেকে আবারও গুড়িগুড়ি বৃষ্টিপাত শুরু হয় রাজশাহী নগরীতে। আগের দিন বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজশাহীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ফলে আম্ফানের থাবায় লণ্ডভণ্ড হয়ে পড়েছে রাজশাহীর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।

স/আর