২৪ ঘণ্টায় বিএনপির ৫১৫ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ৫১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, এ সময়ে ১৮ মামলায় এক হাজার ৯১২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মারা গেছেন একজন ও ৬৫ জন আহত হয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তৃতীয় দফা অবরোধের প্রথম দিন দেশের অবরোধের চিত্র তুলে ধরে তিনি এসব কথা জানান।

রিজভী বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ১৮৬ মামলায় এখন পর্যন্ত ৯ হাজার ৪৬৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে তিন হাজার ৮৩১ জন আহত ও এক সাংবাদিকসহ ১২ জন নিহত হয়েছেন।

তিনি জানান, গত ২৮ ও ২৯ জুলাই থেকে বিএনপি ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ৫৭৯ মামলায় সারাদেশে ৪৪ হাজার ৪৫৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার হয়েছেন ১২ হাজার ৪৪৬ জন। আহত হয়েছেন পাঁচ হাজার ৯২২ জন।

এই সময়ে ১৭ মামলায় ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ ও ১১১ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান রিজভী।