২৩ নয়, রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন ২৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

২৩ ফেব্রুয়ারি নয় বরং রাজশাহী মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য  সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।  চিঠিতে নেতৃবৃন্দ নগর ছাত্রলীগের বার্ষিক এ সম্মেলনের জন্য প্রস্তুতি নিতেও বলেছেন।

এর আগে গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) নগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ জানিয়েছিলেন,  মহানগর ছাত্রলীগের সম্মেলনের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছিলো কেন্দ্রীয় ছাত্রলীগ। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

তবে বুধবার বিকালে নগর ছাত্রলীগের এই নেতা বলেন, ‘কেন্দ্র থেকে একটি খসড়া তারিখ প্রথমে আমাদেরকে জানানো হয়েছিল। তবে কেন্দ্রীয় ছাত্রলীগ আমাদেরকে আজ লিখিতভাবে নগর ছাত্রলীগের সম্মেলনের তারিখ জানিয়েছেন। সেই অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য আমরা ইতোমধ্যেই সম্মেলনের প্রস্তুতি নিতে শুরু করেছি। আশা করছি, উৎসবমুখর পরিবেশে নগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো।

এদিকে ছাত্রলীগের বার্ষিক এ সম্মেলন ঘিরে পদ পেতে ইতোমধ্যেই দৌড়-ঝাঁপ শুরু করেছেন নগর ছাত্রলীগের অনেক নেতা। তবে কারা নেতৃত্বে আসছেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, রাজশাহী মহানগর ছাত্রলীগের বর্তমান সভাপতি রকি কুমার ঘোষ এবং সম্পাদক মাহমুদ হাসান রাজিব। এর আগে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তবে দীর্ঘ দিন ধরে একই কমিটি দায়িত্ব পালন করায় সাংগঠনিকভাবে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে রাজশাহী মহানগর ছাত্রলীগ।

জানা গেছে, ২০১৪ সালে  রকি কুমার ঘোষকে সভাপতি, মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচ জনসহ মোট ১৬১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মহানগর ছাত্রলীগের অধীনে থাকা পাঁচটি থানায় ২০১৭ সালের জুলাইয়ে সম্মেলন করে মহানগর ছাত্রলীগ। সম্মেলনের পর বোয়ালিয়া (পূর্ব) থানায় কমিটি দিতে পেরেছিলেন তারা। তবে সম্মেলন করেও রাজপাড়া, বোয়ালিয়া (পশ্চিম), মতিহার ও শাহ মখদুম থানায় কমিটি দিতে ব্যর্থ হয়। ৩৭টি ওয়ার্ডের মধ্যে ৩০টিতে আংশিক কমিটি দেয়া হয়। এর মধ্যে অধিকাংশ ওয়ার্ড কমিটিই পূর্ণাঙ্গ কমিটির রূপ পায়নি। তবে রাজশাহী কলেজ, রাজশাহী সিটি কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটে কমিটি গঠন করা হয়।

এদিকে, রকি কুমার ঘোষ ও মাহমুদ হাসান রাজিবের পরে যারা ছাত্রলীগকে নেতৃত্ব দেয়ার স্বপ্ন দেখেছেন, তারা এরই মধ্যে দৌড়-ঝাঁপ শুরু করেছেন নেতাদের দরবারে।

বর্তমানে মহানগর ছাত্রলীগের নেতৃত্বে আসার জন্য যারা স্বপ্ন দেখছেন তারা হলেন- বর্তমান সহ-সভাপতি পিয়ারুল ইসলাম পাপ্পু, রমজান আলী জনি, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল দ্বীপ, মারুফ হোসেন, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাফ্ফাত হোসেন রিয়াদ। এর বাইরেও অনেকের নাম শোনা যাচ্ছে।

এএইচ/এস