২৩৮ রিটেইলারকে প্রশিক্ষণ দিচ্ছে রবি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সঙ্গে অংশীদারিত্বে পরিচালিত রিটেইলার ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ২৩৮ জন রিটেইলারকে প্রশিক্ষণ দিয়েছে রবি।

প্রশিক্ষণে আইএফসির নিজস্ব প্রশিক্ষণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং পদক্ষেপটির বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে সেবা লিমিটেড।

প্রশিক্ষণ কর্মসূচিতে ঢাকা, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও চট্টগ্রামের রিটেইলাররা অংশ নিয়েছেন। এর ফলে রিটেলাররা তাদের ব্যবসায়িক উন্নয়ন ও সাফল্য অর্জন করতে পারবেন বলে রবি বিশ্বাস করে বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এ উন্নয়ন পদক্ষেপটিতে রয়েছে ভাল আচরণ, ইতিবাচক, সৃজনশীল ও উদ্যোক্তাসুলভ মনোভাবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, সময় ব্যবস্থাপনার মৌলিক দিকগুলো এবং উদ্যোক্তা হিসেবে সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া।

এছাড়াও ব্যয় ব্যবস্থাপনার পদ্ধতি ও কৌশল, সঞ্চয়ের সুবিধা, লক্ষ্য নিয়ে ব্যবসা পরিচালনার গুরুত্ব এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জনে কীভাবে পণ্য বা সেবা বিক্রির পরিকল্পনা করতে হয় এ বিষয়গুলোও প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

রিটেইলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পর্কে অংশ্রহণকারী গাজীপুর জেলার টঙ্গী থানার খারইলে অবস্থিত আরআর টেলিকমের রিটেইলার রোমান আহমেদ বলেন, রিটেইলারদের উদ্দেশে এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আয়োজকদের জানাই ধন্যবাদ। প্রশিক্ষণটি আমাদের ব্যবসায়িক অগ্রগতি অর্জনে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।

২০১৬ সালের মার্চে রবি ও আইএফসির মধ্যে স্বাক্ষরিত এক কর্পোরেট চুক্তির আওতায় রিটেইলারদের উন্নয়নে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে উদ্যোক্তারা বিশ্বমানের প্রশিক্ষণ পেয়েছেন যা তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রত্যাশা রবির।

সূত্র : টেকশহর