২০ দলীয় জোটের বৈঠক বুধবার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। বুধবার বিকাল ৫টায় গুলশানে বিএনপির দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জোটের শরিক দল বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া যুগান্তরকে বলেন, বৈঠকে জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সূত্র জানায়, আসন্ন তিন সিটি নির্বাচন, জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তি আন্দোলনসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। তবে আলোচনায় কেন্দ্রে থাকবে সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জোটের দুই শরিক দল বিএনপি ও জামায়াতের প্রার্থী দেয়ার বিষয়টি।

এছাড়া এই তিন সিটিতে ২০ দলীয় জোটের নির্বাচনী প্রচারণার জন্য টিম গঠন করা হতে পারে।

জোটের একটি শরিক দলের মহাসচিব বলেন, বৈঠকে আসন্ন তিন সিটি নির্বাচন ইস্যু প্রধান এজেন্ডা। এছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বাইরে জোটগত কোনও কর্মসূচি দেয়ার সিদ্ধান্তও হতে পারে।