২০২১সালের মধ্যে ২০লাখ তরুণ তরুণির কর্মসংস্থান হবে: আইসিটি প্রতিমন্ত্রি পলক

নিজস্ব প্রতিবেদক,নাটোর:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক বলেছেন, দেশের ১১ কোটি বেকার যুবককে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে জনশক্তিতে রুপান্তিত করা হবে। আগামি ২০২১সালের মধ্যে ৫মিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে এবং ২০লাখ তরুন তরুনির কর্মসংস্থান করা হবে।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে পুরাতন জেল খানায় স্থাপিত দেশের প্রথম শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

2 copy

এ সময় নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এমডি হোসনে আরা, গনপুর্তর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমান উল্লাহ, জেলা প্রশাসক খলিলুর রহমান সহ অন্যান্যরা।

দেশের প্রথম আইটি ট্রেনিং সেন্টারটি ৯কোটি ১৩লাখ ২৭হাজার ব্যায়ে নির্মিত হচ্ছে।

স/শ