১৮৬ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

চারঘাট প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর মতিহার থেকে ১৮৬ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে মতিহার থানা পুলিশের অভিযানে ডাশমারী এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

আটককৃতরা হলেন, ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার মির্জা আলীর ছেলে জালাল উদ্দিন (৩০), মতিহার থানা এলাকার ডাশমারী এলাকার জহির উদ্দিনের ছেলে মাহাবুব আলম মুন্না (৩৩) ও গাজীপুরের টংগী থানার আউচপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে বদিউর রহমান (৩৮)।

থানা সুত্রে জানা যায়, ফেনসিডিল চালানের গোপন সংবাদে শনিবার রাতে ডাশমারি এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে ওসি মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল ওই প্রাইভেটকারসহ তাদেরকে আটক করে। পরে প্রাইভেট কার তল্লাশী করে ১৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি মেহেদী বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনভাবেই মতিহারে মাদক ব্যবসা করতে দেয়া হবে না। মাদকের সাথে যারাই সম্পৃক্ত থাকবে তাদের খুজে বের করে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।

স/বি