১৬ ম্যাচ পর গোল পেল না বার্সেলোনা

ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বার্সেলোনা।   উড়ন্ত ফর্মে থাকা কাতালানরা টানা ১৬ ম্যাচ এবং প্রায় তিন মাস পর গোলের দেখা পেল না । ন্যু ক্যাম্পে পুরো ম্যাচে বার্সেলোনা ফরোয়ার্ডদের আক্রমণ ঠেকিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বার্সা থেকেই ধারে গালাতাসারাইয়ে যোগ দেওয়া গোলরক্ষক ইনাকি পেনা।

সর্বশেষ গত বছর ডিসেম্বরের আট তারিখে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গোল করতে পারেনি কাতালানরা।

সেই ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরেছিল স্প্যানিশ জায়ান্টরা। এই ম্যাচের আগে সর্বশেষ চার ম্যাচে ১৪ গোল করেছিল বার্সেলোনা। ভ্যালেন্সিয়া, নাপোলি এবং আতলেতিকো বিলবাও-এই তিন দলের বিপক্ষেই  চারটি করে গোল করেছে জাভি এর্নান্দেসের দল।

গতকাল ম্যাচ শেষে বার্সেলোনা ডিফেন্ডার এরিক গার্সিয়া বলেন,’আমাদের সিদ্ধান্ত গুলো ভাল ছিলনা। ফিরতি লেগে আমাদের সর্বোচ্চটা দিব এবং এই ম্যাচ থেকে আমরা শিক্ষা নিলাম।

 

সূত্রঃ কালের কণ্ঠ