১০ লাখ উইঘুরকে আটকে রেখেছে চীন : জাতিসংঘ

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

চীন তাদের ‘চরমপন্থি বিরোধী কেন্দ্রে’ কমপক্ষে ১০ লাখ উইঘুরকে আটকে রেখেছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি কমিটি এ সংক্রান্ত বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছে বলে দাবি করেছে।

জাতিসংঘের জাতিগত বিবেধ দূরীকরণ কমিটির সদস্য গে ম্যাকডোগাল চীনে জাতিসংঘের দুই দিনব্যাপী সম্মেলনে এ দাবি উত্থাপন করেছেন।

গে ম্যাকডোগাল জানান, তিনি জানতে পেরেছেন যে, চীন উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলকে একটি ‘বৃহৎ অন্তরায়ণ শিবিরে’ পরিণত করেছে এবং এ ব্যাপারে তিনি খুবই উদ্বিগ্ন।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে চীনের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

রাইজিংবিডি