হ্যাটট্রিক বিজয়ী চেয়ারম্যান ও তার স্ত্রীকে টাকার মালা পরিয়ে সংবর্ধনা

হ্যাটট্রিক বিজয়ের রেকর্ড অর্জন করায় নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও তার স্ত্রী নুরুন্নাহার আঁখিকে এলাকাবাসী গলায় টাকার মালা পরিয়ে সংবর্ধনা ও আনন্দ উল্লাস করেছেন।

এটা এখন রিয়াদ ভক্তদের আবেগ ও ভালোবাসার প্রতিফলন বলে মন্তব্য করেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারো বিজয়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বর্তমান চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদ (আনারস)।

তিনি বলেন, বুধবার খুদকালিহর গ্রামে এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দলে দলে লোকজন ভালোবাসার উপহার দিচ্ছেন। আমার স্ত্রীকেও তারা খুব ভালোবাসেন। আমার স্ত্রীও এলাকাবাসীর সুখে-দুঃখে তাদের সঙ্গে মিশে আছেন, এটা তাদের সেই আবেগের বহিঃপ্রকাশ।

কাউরাট গ্রামের আছিয়া খাতুন (৬২) জানান, অ্যামরার পূত চেয়ারম্যান হইছে। বউটাও মেলা খাটাখাটনি করছে। তাই পূতের লগে, বউটারেও মালা দিছি। প্রতিদিনই চেয়ারম্যানের বাড়িতে এসে ভক্তরা নানা উপঢৌকন দিয়ে তাকে সংবর্ধিত করছেন।

উপজেলার মইলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. রিয়াদুজ্জামান রিয়াদ (আনারস) ৮ হাজার ১২৮ ভোট পেয়ে তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মদ জোসেফ উদ্দিন জর্জ পান ৬ হাজার ২২৩ ভোট।

আরেক স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক মোহাম্মদ শাহীনুর ইসলাম পান ২ হাজার ৪৪৬ ভোট। রিটার্নিং অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ রোববার রাতে এ ফলাফল ঘোষণা করেন।

গৌরীপুর উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচিতরা হলেন- ১নং মইলাকান্দা ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বর্তমান চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদ (স্বতন্ত্র), ২নং গৌরীপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. হযরত আলী (আওয়ামী লীগ), ৩নং অচিন্তপুর ইউনিয়নে বিএনপি নেতা মো. জায়েদুর রহমান (স্বতন্ত্র), ৪নং ইউপিতে স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ আল ফারুক (স্বতন্ত্র, আওয়ামী লীগ বিদ্রোহী), ৫নং সহনাটী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল, ৬নং বোকাইনগর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল মোক্তাদির শাহীন (স্বতন্ত্র, আওয়ামী লীগ বিদ্রোহী), ৭নং রামগোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি (আওয়ামী লীগ বিদ্রোহী), ৮নং ডৌহাখলা ইউনিয়নে মো. কাইয়ুম (স্বতন্ত্র প্রার্থী), ৯নং ভাংনামারী ইউনিয়নে মো. নেজামুল হক (স্বতন্ত্র)।

 

সূত্রঃ যুগান্তর