মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হোলি খেলবেন? তার আগে জেনে নিন এ বিষয়ে

Paris
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ৮:২৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খেলবো হোলি, রঙ দেবো না, তাই কখনো হয়? না সেটা সত্যিই সম্ভব নয়৷ দোল বা হোলি হল রঙের উৎসব৷ এই দিনটিতে একে অপরকে রঙ মাখানোর মধ্যে দিয়েই আনন্দে মেতে উঠেন ভারতবাসী৷ কিন্তু এই আনন্দ নিরানন্দে পরিণত হতে পারে আপনার ত্বক, চুল ও নখের জন্য৷ কারণ বর্তমানে সব ধরণের রঙেই রাসায়নিক পদার্থ থাকে৷ আর সেইসব রাসায়নিক পদার্থ আপনার ত্বক, চুলের পক্ষে ক্ষতিকারক হতে পারে৷ বিভিন্ন ধরণের এলার্জি, চুল পড়ার সমস্যা তৈরি হতে পারে৷ কিন্তু রঙ উৎসবে মাতার আগে ও পরে কিছু পদক্ষেপ অনুসরণ করলে এই ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে৷

হোলি খেলার আগের পদক্ষেপগুলি হল:-
১) হোলি খেলতে বেড়াবার আগের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল সানস্ক্রিন লাগানো৷ ঘর থেকে বেড়াবার ২০ মিনিট আগে এসপিএফ ২০ বা তার বেশি এসপিএফ-এর সানস্ক্রিন লাগান৷ প্রয়োজনে ব্যবহার ময়স্চারাইজার ব্যবহার করুন৷ মুখের পাশাপাশি গলা, ঘাড় ও শরীরের অন্যান্য প্রকাশিত জায়গাগুলিতেও ময়স্চারাইজার লাগান৷

২) চুলকে রঙের থেকে সুরক্ষিত রাখতে লিভ-ইন কন্ডিশনার অথবা হেয়ার সিরাম লাগান৷ এই দুটির অভাবে শুদ্ধ নারকেল তেলও ব্যবহার করতে পারেন৷ তবে যে সব লিভ-ইন কন্ডিশনার সানস্ক্রিন সম্পন্ন এদিন সেগুলিই ব্যবহার করা শ্রেয়৷

৩) নখে একটি ট্রান্সপারেন্ট নেলপলিশ লাগিয়ে নিন৷ এটি আপনার নখগুলিকে সুরক্ষিত রাখবে৷

৪) রঙ খেলতে যাওয়ার সময় চুল খোলা রাখবেন না৷ কারণ রঙ দেওয়ার হিড়িকে আপনার চুল ধরে টানাটানি করা হতে পারে৷ পাশাপাশি চুল খোলা থাকলে সম্পূর্ণ চুল রঙে ভরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়৷ তাই এদিন ফ্রেঞ্চ ব্রেইড স্টাইলে চুলকে বেঁধে বা চুলে মোটা হেয়ার ব্যান্ড লাগিয়ে বেরাতে পারেন৷

হোলি খেলার পরবর্তী পদক্ষেপগুলি হল:-
১) মুখের রঙ তোলার জন্য প্রথমে জল দিয়ে মুখ ধুয়ে নিন৷ তারপর একটি ক্লিনসিং ক্রিম বা লোশন ব্যবহার করুন৷

২) ত্বকের মতই প্রথমে জল দিয়ে চুল ধুয়ে নিন৷ তারপর একটি মৃদু হারবার শ্যাম্পু ব্যবহার করুন৷ প্রয়োজনে দু-বার শ্যাম্পু করুন৷ তারপর বিয়ার দিয়ে চুল ধুয়ে নিতে পারেন৷
পদ্ধতি- একগ্লাস বিয়ারে একটি লেবুর রস মেশান৷ তারপর মিশ্রনটি দিয়ে চুল ধুয়ে নিন৷ কয়েক মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন৷

৩) সরষের তেলও রঙ তুলতে ব্যপক সাহায্য করে৷ আপনার ত্বকে সরষের তেল দিয়ে ম্যাসাজ করুন৷ ত্বকে ১৫ মিনিটের জন্য তেল রেখে দিন৷ স্নানের সময় একটি লুফা দিয়ে গা ঘষে নিন৷ তারপর লোশন মাখুন৷

৪) বিভিন্ন রাসায়নিক পদার্থসহ রঙ মাখার আগে আপনার ত্বক যেমন নরম ও মসৃণ ছিল সেই অবস্থায় ফিরে আসতে ব্যবহার করুণ এই ঘরোয়া ফেসপ্যাকটি৷ পদ্ধতি- এক কাপ দই, সঙ্গে একটু হলুদ৷ এই দুটি উপাদানকে মিশিয়ে মিশ্রণটি আপনার মুখ, গলা, হাতে লাগান৷ ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে দিন৷

৫) ত্বকের পাশাপাশি চুলকেও জন্যও একটি হেয়ারপ্যাক ব্যবহার করতে পারেন৷
পদ্ধতি- এক চামচ শুদ্ধ নারকেল তেল ও এক চা চামচ কাস্টর তেল গরম করুণ৷ মিশ্রণটি মাথার স্কাল্প-সহ সম্পূর্ণ চুলে মাখুন৷ তারপর গরম জলে তোয়ালে ভিজিয়ে তা নিংড়ে গরম তোয়ালেটি মাথায় বেধে নিন৷ পাঁচ মিনিট রেখে পুনরায় মাথায় গরম তোয়ালে জড়ান৷ ৩ থেকে ৪ বার এই পদ্ধতিটি অনুসরণ করুন৷ ঘণ্টাখানেক পরে জল দিয়ে চুল ধুয়ে নিন৷ কলকাতা 24

সর্বশেষ - বিচিত্র