হেলমেট ও সেফটি জ্যাকেট দিচ্ছে উবার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চালক ও যাত্রী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের উবারমটো চালকদের মাঝে হেলমেট ও সেফটি জ্যাকেট বিতরণ শুরু করেছে উবার।

মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু করেছে রাইড শেয়ারিং কোম্পানিটি। চলতি মাসের মধ্যে উবারমটো চালকদের মাঝে প্রায় ৩ হাজারেরও বেশি সেফটি প্যাকস বা নিরাপত্তা উপকরণ বিতরণ করা হবে। প্রতিটি সেফটি প্যাকে চালক ও যাত্রীদের জন্য দুটি হেলমেট, একটি বাতাস প্রতিরোধক নিরাপত্তা জ্যাকেট ও একটি উজ্জ্বল রঙের টি-শার্ট থাকবে।

এ বিষয়ে উবারের রিজিওনাল জেনারেল ম্যানেজার প্রভজিৎ সিং বলেন, চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করায় আমরা স্বতন্ত্র অবস্থানে আছি।

নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকদিন আগে বাংলাদেশে ‘সেফটি টুলকিট’ (সব নিরাপত্তা ফিচার একই বাটনে) চালু করে উবার। এর আগে চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উভয়ের জন্য ফ্রি ইন্স্যুরেন্স সুবিধা চালু করে উবার কর্তৃপক্ষ।