হালেপকে হারিয়ে ফাইনালে মুগুরুজা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিমোনা হালেপকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন গারবিন মুগুরুজা। বৃহস্পতিবার মেলবোর্ন পার্কে টুর্নামেন্টের সেমিফাইনালে চতুর্থ বাছাই রোমানিয়ার টেনিস সেনসেশনকে ৭-৬ (১০-৮) ও ৭-৫ সেটে হারিয়েছেন তিনি।

এ নিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন মুগুরুজা। ক্যারিয়ারে দুবার গ্র্যান্ডস্ল্যাম জেতেন তিনি। ২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০১৭ সালে উইম্বলডন জেতেন ২৬ বছর বয়সী স্প্যানিশ-ভেনেজুয়েলিয়ান এই টেনিস তারকা।

শনিবার ফাইনালে যুক্তরাষ্ট্রের তারকা সোফিয়া কেনিনের মুখোমুখি হবেন মুগুরুজা। শীর্ষ বাছাই এবং স্বাগতিক তারকা অ্যাশলে বার্টির স্বপ্ন ভেঙে ফাইনাল নিশ্চিত করেছেন কেনিন।