হারের ম্যাচেও কোহলির ৩ রেকর্ড

গতকাল ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতাকে আতিথ্য দিয়েছে বেঙ্গালুরু। আগে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের এক প্রান্ত আগলে রেখে লম্বা সময় ধরে পথ দেখিয়েছেন কোহলি। যদিও সেভাবে বিধ্বংসী সঙ্গ না পাওয়ায় তার ওপরই মূলত ম্যাচ টেনে নেওয়ার পুরো দায়টা পড়েছিল। ৫৯ বলের ইনিংসে ৪টি করে চার-ছক্কায় শেষ পর্যন্ত ৮৩ রান করেন কোহলি। আর এর মাধ্যমে তিনি ছক্কার রেকর্ড গড়ে ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন।