হামলায় ৫ জঙ্গি জড়িত, ধারণা পুলিশের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শোলাকিয়ায় বোমা হামলায় পাঁচ জঙ্গি জড়িত বলে ধারণা করছে পুলিশ। ঈদের দিন সকাল সোয়া ৯টার দিকে এ হামলা হয়।

 

পরে পুলিশের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা ওই এলাকার একটি গলিতে ঢুকে পড়ে। তখন পুলিশ ও র‌্যাবের সঙ্গে তাদের ব্যাপক গোলাগুলি হয়। এ সময় তারা পুলিশের ওপর বোমা হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

 

এদিকে কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সায়েম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আপাতত অভিযান স্থগিত করা হলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। কিন্তু অভিযান অব্যাহত থাকবে।

 

ইতিমধ্যে ঢাকা থেকে সিআইডির একটি টিম ঘটনাস্থলে যাবতীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করছে।

 

জঙ্গি হামলায় কতজন জড়িত থাকতে পারে, এ প্রশ্নের জবাবে তিনি জানান, এ পর্যন্ত এক জঙ্গির মৃতদেহ ও ২ জঙ্গিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৪/৫ জন জঙ্গি ঘটনার সঙ্গে জড়িত।

সূত্র:রাইজিংবিডি