হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের অবস্থান কর্মসূচি

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক আনোয়ার হোসেন দিলু ও আব্দুর রব নাহিদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলার সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করে। রোববার  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের পাদদেশে এই কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচীতে ৫ উপজেলার সাংবাদিকরা অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন দিলু, প্রবীণ সাংবাদিক সামসুল ইসলাম টুকু, ডাবলু কুমার ঘোষ, শহিদুল হোদা অলক, আব্দুস সাত্তার, নূর মোহাম্মদ, আহসান হাবিব, কায়সার আহম্মেদসহ অন্যান্যরা।

 

বক্তারা বলেন,চাঁপাইনবাবগঞ্জের টি. ইসলামের সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা করেছে তা অত্যনন্ত ন্যক্কারজনক। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলাকারীদেও দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

 

অবস্থান কর্মসূচীর পরে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

 

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মানিকাড়া গ্রামে পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসী হামলায় আহত হন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, দৈনিক খোলা কাগজের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আব্দুর রব নাহিদসহ আরো দুইজন।

স/মি