হাবিবুর রহমান রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের নতুন আহ্বায়ক

অধ্যাপক হাবিবুর রহমান। ফাইল ছবি

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের’ স্টিয়ারিং কমিটির নির্বাচনে নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান। তিনি  বর্তমান উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করেছেন।

এছাড়া চারটি সদস্য পদে বর্তমান উপাচার্যপন্থী শিক্ষকেরা নির্বাচিত হয়েছেন। বাকি ১৬টি সদস্যপদে সাবেক ভিসিপন্থী শিক্ষকেরা নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম মজিবুর রহমান ফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত সংগঠনটির সদস্যরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ৩২৪ ভোট পেয়ে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক পদে জয়লাভ করেছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন সমর্থিত প্যানেলের অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু পেয়েছেন ২৮৬টি ভোট। নির্বাচনে  ৬৮৮ জন শিক্ষকের মধ্যে ৬১৯জন শিক্ষক ভোট প্রদান করেন। নির্বাচিতরা আগামী দু’বছর দলীয় কার্যক্রম পরিচালনা করবেন।

সদস্য পদে জয়ী বর্তমান উপাচার্য ন্থী শিক্ষকেরা হলেন- অধ্যাপক আবু বকর মো. ইসমাইল, অধ্যাপক তাজুল ইসলাম, অধ্যাপক মাহমুদ হোসেন রিয়াজী এবং অধ্যাপক মো. শহীদুল্লাহ।

সাবেক উপাচার্য ন্থী প্যানেলের জয়ী শিক্ষকেরা হলেন- অধ্যাপক আব্দুল্লাহ-আল মামুন, অধ্যাপক তানজিমা জোহরা হাবিব, অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজা, অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ, অধ্যাপক আসাবুল হক, অধ্যাপক ওমর ফারুক সরকার, অধ্যাপক নাসিমা আখতার, অধ্যাপক আবু জাফর মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম সাউদ, অধ্যাপক শহিদুল আলম, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক শাহরিয়ার জামান, অধ্যাপক জাহানুর রহমান এবং অধ্যাপক তারিকুল হাসান।

এএইচ/এস