হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম বাড়বে

কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত “আসন্ন পবিত্র ঈদুল আয্হায় কোরবানীর পশুর হাটসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি” শীর্ষক ওয়েবিনারে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সব সময়ই চ্যালেঞ্জিং একটি বিষয়। আসন্ন ঈদকে সামনে রেখে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আরও সক্রিয় ভূমিকা পালন করবে। সীমিত পরিসরে স্থাপিত কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে, তবে এ বিষয়ে সাধারণ জনগণের জনসচেনতা আরও বাড়ানো প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করেছেন।

ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, কোরবানির পশু পরিবহন, হাটে জাল নোট বন্ধে তৎপরতা, অতিরিক্ত হাসিল বন্ধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকা রাখা খুবই জরুরি। এ লক্ষ্যে প্রশাসনের সাথে স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোকে সম্পৃক্ত করে একটি কার্যকরী কমিটি গঠন করার প্রস্তাব করেন ডিসিসিআই সভাপতি।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান। নির্ধারিত আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ ট্যার্নাস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের প্রাক্তন সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন এবং ই-ক্যাবের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক শমী কায়সার প্রমুখ।

মুক্ত আলোচনায় ঢাকা চেম্বারের পরিচালক ইঞ্জি. মো. আল আমিন, আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, মো. শাহিদ হোসেন, এনামুল হক পাটোয়ারী, মনোয়ার হোসেন, প্রাক্তন সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, ওয়াকার আহমদ চৌধুরী, সহ-সভাপতি এম আবু হোরায়রাহ, আলহাজ্ব মো. আলাউদ্দিন মালিক, খন্দকার শহীদুল ইসলাম, নাজির হোসেন, রিয়াদ হোসেন, প্রাক্তন পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান, দাতা মাগফুর, আহ্বায়ক ব্যারিস্টার সিয়াম আলদিন মালিক প্রমুখ অংশ নেন।