হাওরে আ. লীগ নেতাদের দুর্নীতির সুযোগ দেওয়া হয়েছে

সিল্কসিটিনিউজ ডেস্ক: আওয়ামী লীগ নেতাদের হাওরে ক্ষতিগ্রস্তদের তালিকা করার দায়িত্ব দিয়ে দুর্নীতির সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

 

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন রিজভী।

 

এ সময় রিজভী বলেন, হাওরে দুর্ভিক্ষের শঙ্কা থাকলেও মানুষের অসহায়ত্ব নিয়ে তামাশা করছে সরকার।

 

রিজভী আরো বলেন, ‘হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তারা বেছে বেছে পছেন্দর লোকদের নিয়ে তালিকা করবে আওয়ামী ঘরানার লোকদের দিয়ে। আর লাখ লাখ মানুষকে তারা ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত করবে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি করার সুযোগ দেওয়ার জন্যই ক্ষুধার্ত, অসহায়, দুর্গত মানুষকে তাচ্ছিল্য করা হলো।’

 

মে দিবস উপলক্ষে ২ অথবা ৩ তারিখে রাজধানীতে বিএনপির শ্রমিক সমাবেশের অনুমতির ব্যাপারে পুলিশ গড়িমসি করছে অভিযোগ করে রিজভী বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন পুলিশের অনুমতির ওপর নির্ভর করছে। হাওরের বন্যা দুর্গত এলাকায় বিএনপি ও বেসরকারি সংস্থার ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।

সূত্র:এনটিভি