হাইকোর্টের নির্দেশে ২৮ কোম্পানির ওষুধ উৎপাদন-বিপণন বন্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশে ২৮টি ওষুধ কোম্পানিকে তাদের এন্টিবায়োটিক, স্টেরয়েড এবং ক্যান্সার প্রতিরোধী ওষুধ উৎপাদন ও বিপণন তিন দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

 

হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের করা রিট আবেদনের শুনানীর পর উচ্চ আদালতের একটি বেঞ্চ এ রায় দেয়।

 

আবেদনকারীর পক্ষের আইনজীবী মনজিল মোরশেদ বলেছেন, এই কোম্পানিগুলো নিম্নমানের ওষুধ বিক্রি করছিল – যা জনস্বাস্থ্যের জন্য মারাক্মক ঝুঁকিপূর্ণ।

 

বিবিসি বাংলাকে তিনি বলেন, এ কোম্পানিগুলো জীবনরক্ষাকারী ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে যথাযথ পদ্ধতি বা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস অনুসরণ করছিল না – যা একটি আইনী বাধ্যবাধকতা।

 

এ ব্যাপারে ওষুধ কোম্পানিগুলোর প্রতিক্রিয়া জানতে তাদের সাথে যোগাযোগ করা হলে অন্তত তিনটি কোম্পানির কর্তাব্যক্তিরা বলেছেন তারা এখন কিছুই বলবেন না, এবং আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য জানাবেন।

সূত্র: বিবিসি বাংলা