‘হলিউড সিনেমা দেখার অভ্যাস বর্জন করুন’

একচেটিয়া আধিপত্যের কারণে হলিউড ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের সিনে-ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করে দিয়েছে বলে মনে করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

বৃহস্পতিবার দিল্লিতে ‘থালাইভি’র প্রমোশনে গিয়ে তিনি বলেন, হলিউড সিনেমা দেখার অভ্যাস বর্জন করুন। দেশের আঞ্চলিক সিনেমা দেখুন। আমাদের আরও বেশি করে ভারতীয় সিনেমার প্রচার করা উচিত।

কঙ্গনার মতে, আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য দেশের সিনেমা ইন্ডাস্ট্রিগুলোকে আরও বেশি করে উৎসাহ জোগানো উচিৎ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিংবা ইংরেজি ছবি ভারতীয় সিনেমার বাজার নষ্ট করছে। এক দেশ এক জাতি হিসেবে এর মোকাবিলা করা উচিত। দক্ষিণ ভারত কিংবা উত্তর ভারত– এই ধরনের বৈষম্যমূলক চিন্তাধারা বাদ দেওয়া উচিত। দেশীয় সিনেমা আরও বেশি করে দেখা উচিত আমাদের। সে মালায়ালম, তামিল, তেলুগু হোক কিংবা পাঞ্জাবি।

কঙ্গনার মতে, একচেটিয়া আধিপত্যের কারণে হলিউড আজ ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের সিনে-ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করে দিয়েছে। ভারতেও ঠিক তাই করছে। আমাদের নিজেদের ইন্ডাস্ট্রিকে আগে গুরুত্ব দেওয়া উচিত। এভাবেই আত্মনির্ভর ভারত গড়ে উঠবে।

 

সূত্রঃ যুগান্তর