হরপ্পার সমাধিতে যুগলের কঙ্কাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাড়ে চার হাজার বছর আগের একটি বিস্তৃত সমাধি ক্ষেত্রের কবরে এক নারী ও পুরুষকে একসঙ্গে দাফন করা হয়েছিল।

বিশ্বের প্রথম দিকের শহুরে সভ্যতায় গড়ে ওঠা বসতির সমাধি ক্ষেত্র থেকে এ দম্পতির কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

ভারত ও দক্ষিণ কোরিয়ার প্রত্নতাত্ত্বিক এবং বিজ্ঞানীদের একটি দল ২০১৬ সালে খুবই বিরল দুটি কঙ্কালের খোঁজ পায়।

উত্তর ভারতের হরিয়ানায় বর্তমানে রাখিগড়ি গ্রাম নামে পরিচিত হরপ্পার শহরে এ কঙ্কাল পাওয়া যায়। গত তিন বছর ধরে এই কঙ্কালের বয়স ও সম্ভাব্য মৃত্যুর কারণ নির্ধারণে গবেষণা করেন বিজ্ঞানীরা।

অবশেষে একটি আন্তর্জাতিক জার্নালে এ নিয়ে গবেষণা প্রবন্ধ প্রকাশ করা হয়েছে।

গবেষক দলের নেতৃত্ব দেয়া প্রত্নতত্ত্ববিদ বসন্ত সিংহ বলেন, খুবই ঘনিষ্ঠভাবে এ নারী ও পুরুষকে পরস্পরের মুখোমুখি করে কবর দেয়া হয়েছিল। তাদের কবরটি ছিল অর্ধমিটার গভীর একটি বালুর গর্ত। মৃত্যুর সময়ে পুরুষটির বয়স ছিল ৩৮ বছর ও নারীটি ৩৫ বছর বয়সের হবে।

দম্পতি উল্লেখযোগ্য পরিমাণ লম্বা বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সে ক্ষেত্রে পুরুষটি পাঁচ ফুট আট ও নারীটি পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা হবে।

মৃত্যুর সময়ে দুজনেই বেশ সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন।

147Shares